প্রতিনিধি 14 December 2024 , 6:10:52 প্রিন্ট সংস্করণ
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট হতে একজন আসামীসহ ১২ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।
১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৮১০ ঘটিকায় হোয়াইক্যং চেকপোস্টের একটি টহলদল খারাংখালী হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং সিপাহী ডগ জ্যাক যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ জ্যাক সিএনজির চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক (Suspecious) আচরণ প্রকাশ করে। পরবর্তীতে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা উক্ত সিএনজিটি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিটিও আটক করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা (১) আনোয়ার হোছন (৩০),পিতা-আব্দুর রহিম, গ্রাম-নাছরপাড়া, পোস্ট-নয়াপাড়া, থানা-টেকনাফ কক্সবাজার, জেলা-কক্সবাজার।
উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং সিএনজিসহ নিয়মিত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।