অন্যান্য

বিদেশি ফলে দামি বলে, দেশি ফলে আস্থা মিলে

  প্রতিনিধি 2 October 2024 , 5:55:30 প্রিন্ট সংস্করণ

  • আনোয়ার হোসেন

আজ চট্টগ্রাম ফলমন্ডি গুরে জানতে পারি। দেশি ফল ক্রেতার বড় আস্থা, বিভিন্ন ফলের আড়ৎ থেকে পাইকারি দাম জানতে চাইলে আড়ৎ মালিকরা বলে বর্তমানে বিদেশি ফল অনেক দাম বেশি হওয়াই মানুষ দেশি ফল কিনে নিচ্ছে। এতে ক্রেতা সাধারণের টাকাও সেভ হয়। ফলে পুষ্টিও পাচ্ছে যথাযথ। এখন বর্তমানে বিদেশি আপেল খুচরা বাজারে ২৬০-৩২০/=, বিদেশি মালটা ২৮০-৩৫০/=,আনার ৩৫০+, চায়না কমলা ২৫০/=+, তাই মানুষ অনেকটা কমে দেশি ফল কিনতে পারছে।যেমন খুচরা বাজারে ড্রাগন পাওয়া যায় ১৫০-১৮০/=, দেশি মালটা ৭০- ৮০/=,পেয়ারা ৫০-৭০/= দেশি আম একটু বেশি অফ সিজনস হওয়ার কারনে তাও ২৫০-৩৫০ এর মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং বিগত সরকারের রেখে যাওয়া আমদানি শুল্ক বেশি হওয়ার প্রেক্ষিতে বেশি দামে ক্রয় করতে হচ্ছে বিদেশি ফল, তাই বর্তমান বাজারে এইসব ফলের দাম বেশি। সাধারণ ক্রেতার আহবান বর্তমান সরকারের প্রতি যতদ্রুত সম্ভব ফল আমদানিতে শুল্ক কমানোর জন্য।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ