অন্যান্য

বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মাণাধীন ভবনের ভিটি ভরাট

  প্রতিনিধি 15 January 2025 , 4:00:07 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

 

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নতুন ভবনের ভিটি ভরাট করার অভিযোগ উঠেছে। এতে মাঠে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। শিক্ষা অফিস থেকে মাঠের মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হলেও কাজ হয়নি।

 

জানা গেছে, এক কোটি চার লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের পাঁচ কক্ষের দ্বিতল ভবন নির্মাণের জন্য ২০২০ সালে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় মেসার্স সিয়াম ট্রেডার্স। যথাসময়ে কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার কাজ শুরু করে ২০২৩ সালে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

 

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক ঠিকাদারের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে মাঠের মাটি কাটতে অনুমতি দিয়েছেন। বাধা দিলেও কর্ণপাত কো হয়নি। এ অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন মণ্ডল। তাঁর দাবি, টাকার বিনিময়ে নয়, বিদ্যালয়ের স্বার্থে মাঠের মাটি কাটতে দেওয়া হয়েছে।

 

শিক্ষার্থী লিটন মিয়া ও আসমা বেগম জানায়, মাঠের মাটি কেটে গর্ত করায় খেলাধুলা বন্ধ। এ ছাড়া বিদ্যালয়টি বন্যাপ্রবণ এলাকায় হওয়ায় বন্যার সময় পানিতে ডুবে যায়। ওই সময় গর্তের পানিতে পড়ে মৃত্যুর ঝুঁকির আশঙ্কা প্রকাশ করছে তারা।

 

মেসার্স সিয়াম ট্রেডার্সের স্বত্বাধিকারী মন্জুরুল ইসলাম মন্জু বলেন, ভবনের ভিটি ভরাটের জন্য কোথাও মাটি পাইনি। তাই প্রধান শিক্ষককে বলে বিদ্যালয় মাঠের মাটি কেটে ভবন ও সিঁড়ি করা হয়েছে। কাজ শেষে গর্ত ভরাট করে দেওয়া হবে।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা বলেন, অভিযোগ পাওয়ার পরে ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ