অন্যান্য

বিদ্যুৎ স্পর্শে মৃত্যু ১ 

  প্রতিনিধি 23 February 2025 , 11:04:57 প্রিন্ট সংস্করণ

 

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

 

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের দাতিয়া দাহ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম শেখ একজন হত দরিদ্র নেই কোনো নিজেস্ব জমি ক্ষেত সে কৃষি পেষায় নিয়োজিত ছিলেন অভাবের তাড়নায় অপরের জমিতে কাজ করতেন আবার কখনো ইট ভাটায় শ্রম দিতেন তার পরও যেন সংসার চালাতে হিম-সীম খেতে হতো সাইফুলের বর্তমান সময়ে সংসারের খরচ টাও যেন মোটা অংকের দাড়িয়েছে অনেক কষ্টে দিন যায় তার স্থানীয় সূত্রে জানা যায় সাইফুল এবার কিছু কৃষি জমি বর্গা ভাগে চাষ করেছে সেই জমিতে রোপন করেছে ধান সে সকাল বেলা ধান জমিতে সার-ঔষুধ প্রয়োগ করার জন্য জমিতে যায় এবং জমিতে প্রয়োজন মতো পানি না থাকায় দিতে হবে পানি বর্তমান আধুনিকতার ছোয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ তাই সে জমিতে ব্যাবহার করে আসছে মটর পাম্প ভাগ্যের কি নির্মম পরিহাস জমিতে হলো না আর পানি দেওয়া জমিতে পানি সে জমিতে পানি দেওয়ার জন্য যায় মটর পাম্পের কাছে কোনো এক ভুলে সে শিকার হয় ইলেকট্রিক বিদ্যুৎতে সে মাঠের মধ্যেই বিদ্যুৎ স্পর্শে মৃত অবস্থায় পড়ে থাকে পরে কিছু সময় পর মাঠে থাকা কৃষকেরা কোনো এক কাজের জন্য আসে মটর পাম্পের কাছে এসে দেখে সাইফুল বিদ্যুৎ স্পর্শে মৃত অবস্থায় পড়ে আছে,

তখন খবরা খবরে ছড়িয়ে পড়ে পুরা এলাকা তার পর এলাকাবাসী ঘটানা স্থানে এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে লাশটা তার নিজ বাড়িতে নিয়ে যায় এলাকাবাসী জানান সইফুল একজন সাদা-মাটা মনের মানুষ সে কখনো কারো সাথে খারাপ ব্যাবহার করে নাই আমরা এলাকাবাসী বক্তব্য তার আত্মারমাগফিরাত করেছেন, এবং তার পরিবারের প্রতি শোকও সমবেদনা জানিয়েছেন।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ