অন্যান্য

বিপিএলের টিকিট বুথে বিক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর-অগ্নিসংযোগ

  প্রতিনিধি 3 January 2025 , 5:52:06 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনই টিকিট পেতে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল। এবার ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

 

আজ বৃহস্পতিবার একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। তবে দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

 

সংবাদমাধ্যম থেকে জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

 

দর্শকরা পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ