অন্যান্য

বিভিন্ন পদে জনবল নিয়োগ দিবে দৈনিক চেতনায় বাংলাদেশ

  প্রতিনিধি 19 March 2025 , 7:33:54 প্রিন্ট সংস্করণ

দৈনিক চেতনায় বাংলাদেশ’ এ শিফ্ট-ইন-চার্জ সংবাদ উপস্থাপক/উপস্থাপিকা, নিউজরুম এডিটর, সংবাদ ও অনুষ্ঠান উভয় বিভাগে প্রযোজনা সহকারী, ক্যামেরা পার্সন, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর এবং ভোকাল আর্টিস্ট পদে নিয়োগ দিচ্ছে ।



 

ডিপার্টমেন্ট : নিউজ / বিনোদন


 

পদের নাম: সংবাদ উপস্থাপক , উপস্থাপিকা/  নিউজরুম এডিটর / প্রযোজনা সহকারী / ক্যামেরা পার্সন / গ্রাফিক্স ডিজাইনার / ভিডিও এডিটর  /  ভোকাল আর্টিস্ট ।


চাকরির ধরণ: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষ

কর্মস্থল:  যশোর


দায়িত্বসমূহ:

১. জাতীয় এবং আন্তর্জাতিক সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা।

২. প্রতিদিনের খবরে ব্রিফ করার জন্য নিউজ সুপারভাইজার, সাংবাদিক এবং অন্যান্য সংবাদ উপস্থাপকদের সাথে সমন্বয় করা ।

৩. দর্শকদের পছন্দ বিবেচনা করে সম্প্রচারের জন্য স্টোরিগুলো বাছাই করতে নিউজ সুপারভাইজারকে সহযোগিতা করা ।

৪. আকর্ষণীয়ভাবে উপস্থাপনের  জন্য সংবাদ গুছিয়ে নেয়া।

৫.স্ক্রিপ্ট সংশোধন করা এবং সেগুলো সম্প্রচারের জন্য প্রস্তুত করা।

৬. দর্শকদের প্রতিবেদন সম্পর্কে অবহিত করা এবং তাদের প্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞেস করা।

৭. সাংবাদিকতা পেশার নৈতিক নিয়মাবলী মেনে চলা।

৮. গণমাধ্যম শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা।


শিক্ষাগত যোগ্যতা:

আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত  যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক / সমমান পাস হতে হবে ।


অন্যান্য যোগ্যতাসমূহ:

১. আগ্রহী প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে ।

২. দেশ- বিদেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ।

৩. আগ্রহী প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে ।

৪. আগ্রহী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছর এর মধ্যে হতে হবে।


অভিজ্ঞতা:

ফ্রেশারদের অগ্রাধিকার দেয়া হবে।

 

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীদের https://forms.gle/8mWbmgv7VJiMHaNcA  এই লিঙ্কে  ফর্ম পূরণ ও ছবিসহ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে ।

অথবা মেইল করুনঃ cetonaibangladesh@gmail.com

আবেদনের শেষ সময়:

২৫ মার্চ ২০২৫

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ