প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৩:৫৭ পি.এম
বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় যাওয়া ৫১ বাংলাদেশিকে কুয়ালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) তাদের ফেরত পাঠানো হয়।
শুক্রবার (২১ মার্চ) একেপিএসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ইমিগ্রেশন বিভাগ বলছে, ভ্রমণ ভিসায় এলেও তাদের আচার-আচরণ ছিল সন্দেহজনক এবং তাদের কাছে থাকা হোটেল বুকিংও সঠিক নয়।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বিভিন্ন দেশের ৬৭ বিদেশি নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এর মধ্যে সর্বাধিক ৫১ বাংলাদেশি রয়েছে।ইমিগ্রেশন বিভাগ বলছে, পর্যটক ভিসায় আসা বেশ কয়েকজন অভিবাসন বিভাগের নজর এড়িয়ে প্রবেশের চেষ্টা করেছিল, যা স্পষ্টতই আইন লঙ্ঘন।
একেপিএস জানায়, তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ভুয়া কাগজপত্র ব্যবহার করার পাশাপাশি, অনেকের কাছে তাদের থাকার খরচ বহন করার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য ও কারণও স্পষ্ট করতে পারেনি। এদের অনেকেই আবার কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় এসেছেন বলে স্বীকারও করেন।
উল্লেখ্য, ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় এসে কাজের সুযোগ রয়েছে এমন প্রলোভনে পা দিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেকে। এক শ্রেণির প্রতারক চক্র দু’দেশের বিমানবন্দর ম্যানেজ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে আসার এ হীন কাজ করে আসছেন বছরের পর বছর ধরে। বারবার সতর্ক করার পরেও সাধারণ মানুষ পা দিচ্ছে সে ফাঁদে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.