অন্যান্য

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না: মোস্তফা জামান

  প্রতিনিধি 18 August 2025 , 6:52:32 প্রিন্ট সংস্করণ

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজেডি দেখতে হত না: মোস্তফা জামান

বিমান বাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্রাজিটি দেখতে হত না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

সোমবার দুপুরে দিয়াবাড়ি চন্ডালভোগ এলাকায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা অনেকেই অনেকের দোষ দেয়ার চেষ্টা করছি। মূলত ঘনবসতি এলাকায় বিমান বাহিনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান না থাকলে এ ধরনের ঘটনা দেখতে হত না। বিমান প্রশিক্ষণ চলবে দুর্ঘটনাও ঘটবে কিন্তু সেটি এত মর্মান্তিক দুর্ঘটনা হবে না। আমি দাবি জানাবো তারা যেন ঘনবসতি এলাকায় বিমান প্রশিক্ষণ না দেয়। এছাড়া মাইলস্টোন ট্রাজিটিতে যারা আহত নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান মোস্তফা জামান।

তিনি বলেন, যে বাবা-মা তার সন্তান হারিয়েছে একমাত্র তারাই তাদের যন্ত্রণা অনুভব করতে পারে। তাদেরকে সান্তনা দেয়ার আর কোন ভাষা আমার নেই। তবুও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র নেতারা মাইলস্টোন ট্রাজিটিতে যারা আহত নিহত হয়েছে তাদের বাসা বাড়িতে আমরা গিয়েছি। তাদেরকে সমবেদনা জানানোর জন্য। অনেকেই অনেক কিছু ভাবে। আমরা সেই আলোচনা সমালোচনা বাহিরে একটি কথা বলতে চাই। কেউ যদি শোকাহত হয় তার পাশে দাঁড়িয়ে সান্তনা দিলে তার মন সাম্বয়িকের জন্য শান্ত হয়ে যায়। আমরা দোয়া করি তাদের কে আল্লাহ যেন শান্তি ও ধৈর্য ধারণ করার শক্তি দান করে।

তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন প্রমুখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ