অন্যান্য

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২০, বার্ন ইউনিটে ভর্তি ১৭১

  প্রতিনিধি 21 July 2025 , 6:00:29 প্রিন্ট সংস্করণ

ঢাকা অফিস।।
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ১৭১ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তৎক্ষণিকভাবে তাদের সবার নাম ও পরিচয় জানা যায়নি। তবে, এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

এর আগে এদিন দুপুর ১টা ৬ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে এ বিধ্বস্তের ঘটনা ঘটে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ