খেলার খবর

বিশ্বকাপের রানার্স আপ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টাইগ্রেসরা

  প্রতিনিধি 16 January 2025 , 4:16:21 প্রিন্ট সংস্করণ

স্পোর্টস ডেস্ক

চলতি মাসের ১৮ জানুয়ারি শুরু হবে ১৬ দলের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর পর আজ বুধবার দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টাইগ্রেসরা।

ইংল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশ ম্যাচ জিতেছে সুপার ওভারে গিয়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে ইংল্যান্ড। বাংলাদেশ রান তাড়া করতে নামার পর শেষদিকে দেখা যায় চরম উত্তেজনা। শেষ বলে ১ উইকেট হাতে রেখে ১ রান দরকার ছিল বাংলাদেশের। তবে ওই বলে নিশিতা আক্তার রানআউট হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ইংলিশদের হয়ে বল করেন বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যান। তার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। ৩ বলে ৮ রানের ইনিংস খেলেন সাদিয়া আক্তার। বাংলাদেশের হয়ে বল করেন পেসার হাবিবা আক্তার। শেষ বলে ৪ রানের সমীকরণ মেলানোর প্রয়োজন হলেও সেটি করতে পারেনি ইংল্যান্ড।

মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনো ইংলিশ নারীদের হারাতে পারেনি লাল-সবুজ জার্সিধারী নারীরা। অবশ্য এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে মুখোমুখি হয়নি এই দুই দল।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের অন্য তিন দল হলো অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ