প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ২:৩৪ পি.এম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ গ্রেফতার-২

তোফাজ্জল ইসলাম ---- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা গ্রামের বাসিন্দা মোঃ সাজিদুল ইসলাম (২২) এবং শান্তিগঞ্জ থানাধীন গাজীনগর গ্রামের বাসিন্দা আল মামুন (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে (১৭ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন নামক স্থানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ 'শেখ নাসিরুদ্দিন' ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় এই বিড়ি পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.