অন্যান্য

বিশ্ব এজতেমায় কোন ধরনের নিরাপত্তার ঘাটতি নেই বলছেন (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান।

  প্রতিনিধি 31 January 2025 , 5:15:27 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি:

 

বিশ্ব ইজতেমায় প্রথম জুম্মার নামাজ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। বিশ্ব ইজতেমায় বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাদের কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই।

 

 

 

 

আজ (৩১ জানুয়ারি) শুক্রবার বিশ্ব ইজতেমা নিয়ে আমেরিকান দূতাবাসের সতর্কতা জারি প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান পুলিশ কন্ট্রোলরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

 

 

 

 

তিনি বলেন, ওনারা ওনাদের মতো মেজারমেন্ট করেছেন। তবে আমাদের পক্ষ থেকে দেশবিদেশের মুসল্লিদের কারো নিরাপত্তা ঘাটতি রাখা হয়নি। ইজতেমার পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক গুজব ছড়াবে, এ বিষয়ে আমাদের সবার সজাগ থাকতে হবে।

 

তিনি আরও জানান, এবার অনেক শান্তিপূর্ণ ভাবে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

বিশ্ব ইজতেমায় অংশ নিতে ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন মুসল্লি ময়দানে এসেছেন বলেও জানান তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ