
আজ ২৪শে মার্চ রোজ সোমবার টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বোয়ালী গ্রামের বি এল এস চাষী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বি এল এস চাষী উচ্চ বিদ্যলয়ের সাবেক শিক্ষার্থী ২০২১ সালের এস এস সি ব্যাচের সমন্বয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পাঁচ বছর আগে তারা স্কুলের ছাদে প্রথম পাঁচ ছয় জন বন্ধু মিলে প্রথম ইফতার করেছিল। সেই ইফতারে তারা পরিকল্পনা করে বৃহৎ পরিসরে কিছু করার। সেই আঙ্গিকে প্রতিবছর তারা ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। ২০২১ সালের ব্যাচের সাক্ষাতে এক শিক্ষার্থী বলে, তারা প্রতিবছর ইফতার মাহফিল আরো বড় পরিসরে করতে চাই।
ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য, বিদ্যালয় শিক্ষক সহ সকল শ্রেণীর পেশার মানুষের উপস্থিতি ছিল। বি এল এস চাষী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন বলেন, তাদের শিক্ষার্থীদের এরূপ আয়জন দেখে তারা মুগ্ধ। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,সকলের উচিত, এরুপ পদক্ষেপ নিয়ে বিদ্যালয়ের জন্য কিছু করা। বিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করার মাধ্যমেই বিদ্যালয় কে ভুলে না যাওয়া।