অন্যান্য

বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি 22 August 2025 , 7:22:38 প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

২২ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় কল্যানী উচ্চ বিদ্যালয় হল রুমে দিনাজপুর জেলা শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোঃ মততাজ উদ্দিন।

বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হক।

জামায়াতে ইসলামী দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য মোঃ মতিউর রহমান।

একই দিনে বাবু মহেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং গোপাল চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় প্রার্থী মোঃ মতিউর রহমান বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় হরি মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।

কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ-কাহারোলের অনেক নেতাকর্মী অংশ গ্রহণ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ