অন্যান্য

‎বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসকান্দর শিকদারের মৃত্যুতে উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার ‎

  প্রতিনিধি 24 July 2025 , 6:58:40 প্রিন্ট সংস্করণ

সৈয়দ মোঃ ইমরান হোসেন 


‎১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সরফভাটা ইউনিয়নের হাজারীখীল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসকান্দর শিকদার গত ২১ জুলাই সোমবার রাত ৮ ঘটিকায় ঘটিকায় মৃত্যুবরণ করেন।
‎(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, তিনি স্ত্রী,, এক ছেলে ও তিন বিবাহিত মেয়ে জীবদ্দশায় রেখে যান।

‎তার মৃত্যুতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন পক্ষ থেকে গতকাল সোমবার দুপুর বারোটায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এতে জেলা পুলিশের চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।

‎স্থানীয় সরফভাটার হাজারিখীল ইসকান্দর সিকদার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়।

‎উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইসকান্দর সিকদার একাত্তরের রণাঙ্গনে রাঙামাটি পার্বত্য জেলার মাইনি, লংগদু ও মারিশ্যা এলাকায় যুদ্ধ করেছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ