নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া বাজারে আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় "মৎস্য চাষী সম্মেলন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে। মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম মিয়া, সভাপতি, মৎস্য চাষী কল্যাণ সমিতি।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুর রউফ, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।
উক্ত সম্মেলন সার্বিক পরিচালনা করেন, হাসান জাহিদ শিহাব, মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা। মোঃআমজাদ হোসাইন, পিপিএম, নাটোর, জেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, নাটোর; আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), গুরুদাসপুর উপজেলা; মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা; রতন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা; গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম সারোয়ার, মোঃ মমিনুর ইসলাম বিশ্বাস, ডিজিএম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২; এবং মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আলহাজ্ব জাকির হোসেন, যুগ্ম মৎস্য সচিব, গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
সম্মেলনে উপস্থিত মৎস্য চাষীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, তিন বছর পর পর পুকুর সংস্কার করা না হলে মাছের রোগবালাই বেড়ে যায়, কিন্তু সংস্কারের ক্ষেত্রে প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়। মাছ প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ সীমিত, যা মৎস্য চাষীদের আয় বৃদ্ধিতে বড় প্রতিবন্ধকতা।
সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা মৎস্য চাষীদের উত্থাপিত সমস্যাগুলোর গুরুত্ব বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন। তারা জানান, প্রশাসনিক বাধা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং মাছ চাষের উন্নয়নে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানে মৎস্য চাষীদের পক্ষ থেকে প্রধান অতিথি কে ক্রিস প্রদান করা হয়, এবং এবং বিশেষ অতিথিদের ব্যাস দিয়ে বরণ করেন মৎস্য প্রান্তিক চাষী রাজনীতি ব্যক্তিত্ব মোঃ রাকিবুল ইসলাম রাজা। সেই সঙ্গে মৎস্য চাষে মরণোত্তর সম্মাননা ক্রিস প্রদান করেন প্রধান অতিথি ডাঃ মোঃ আব্দুল রউফ,মহা পরিচালক, মৎস্য অধিদপ্তর ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তুহিন আব্বাসী, অধ্যক্ষ, রোজি মোজাম্মেল মহিলা কলেজ, গুরুদাসপুর ।
এ ধরনের সম্মেলন মৎস্য চাষীদের সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অতিথিদের বক্তব্য শেষে মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।