অন্যান্য

বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে ভারতীয় পণ্য জব্দ

  প্রতিনিধি 31 January 2025 , 8:41:06 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ শাওন হোসেন ,শার্শা উপজেলা প্রতিনিধি:

 

বেনাপোল হতে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে ভারতীয় শাড়ী, কম্বল এবং কসমেটিক্স আটক প্রসংগে

 

ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ ১১:০০ হতে ১২:৩০ ঘটিকা পর্যন্ত ঘটিকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, পিবিজিএমএস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং এসআই শ্রী পবিত্র কুমার, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাস্কফোর্সের মাধ্যমে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সাদিপু্র বাজারে বিভিন্ন দোকান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, তৈরী পোশাক, কাজু বাদাম এবং চকলেট জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৫৫,৯০০/-(দুই লক্ষ পঞ্চান্ন হাজার নয়শত)টাকা।

 

বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

 

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করার কা্র্যক্রম প্রক্রিয়াধীন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ