অপরাধ

বেনাপোল সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে পণ্যসামগ্রী ও মাদক জব্দ

  প্রতিনিধি 29 January 2025 , 2:37:03 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ শাওন হোসেন ,শার্শা উপজেলা প্রতিনিধি:

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, কাজু বাদাম, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক।

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ৫,৪৩,৫৫০/-(পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, চাদর, থ্রীপিচ, তৈরী পোশাক, কাজু বাদাম, ঔষধ, মলম, কিটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

 

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ