অন্যান্য

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কর্তৃক জুলাই আন্দোলনের শহীদ সাওয়ানত মাহাতাব এর কবব জিয়ারত

  প্রতিনিধি 27 November 2024 , 10:52:37 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কর্তৃক জুলাই আন্দোলনের শহীদ সাওয়ানত মাহাতাব (প্রিয় ) কবর জিয়ারত সম্পন্ন হলো, কারবালা কবরস্থান যশোরে ।

উপস্থিত ছিলেন যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব রাশেদ খান, মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন (লিখন), যুগ্ন আহবায়- বিএম আকাশ, সজীব হোসেন, ফরিদ হাসান।

যুগ্ম সদস্য সচিব সাঈদ সান, সাগর আহমেদ হৃদয়, সামিউল ইসলাম শিমুল,

সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন- ইব্রাহিম খলিল

এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জিএম মুন্না, প্রিয়, মেহেদী হাসান, রাব্বি, সহ আরো অনেকেই।

যুগ্ম সদস্য সচিব সাঈদ সান দোয়া সম্পন্ন করেন এবং জুলাই বিপ্লবের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আহ্বায়ক রাশেদ খান বলেন জুলাই বিপ্লবের শহীদদের এই রক্ত বৃথা যেতে দেবো না।

তিনি আরো বলেন শহীদ পরিবারের সাথে আলোচনা করে তাদের চিন্তাধারা কি সেটা জেনে আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

 

সার্বিক যোগাযোগ

বিএম আকাশ (যুগ্ন আহবায়ক) 01989315004

সাঈদ সান(যুগ্ম সদস্য সচিব) 01949634015

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ