প্রতিনিধি 12 January 2025 , 6:11:42 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব,স্টাফ রিপোর্টারঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক, কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য রবিউল ইসলাম রাফি, লিটন আহমেদ সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, মোঃ রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র কোনো ত্রাণ নয়, এটি আপনাদের জন্য ভালোবাসার উপহার। আমরা চাই, আপনারা এই উপহার আনন্দের সাথে গ্রহণ করুন।” তিনি সাধারণ জনগণের কাছে দোয়া কামনা করে বলেন “দেশের জন্য যারা জীবন দিয়েছেন এবং যারা এখনো সংগ্রাম করছেন, তাদের সবার দোয়া করবেন।”
শীতবস্ত্র বিতরণের কার্যক্রমে চিলমারীর বিভিন্ন এলাকায় টিম গঠন করে বিতরণ করা হয়। এক টিমের নেতৃত্বে ছিলেন আব্দুর রহমান পারভেজ ও মোঃ রেজাউল করিম, এবং অন্য টিমের নেতৃত্বে ছিলেন মোঃ আসাদুজ্জামান রিয়াদ। প্রত্যেকটি টিম দায়িত্ব অনুযায়ী এলাকাভিত্তিক ভাগ করে শীতবস্ত্র বিতরণ করেছে। এই সুসংগঠিত পদ্ধতির কারণে কর্মসূচিটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। স্থানীয় জনগণ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
এস, এম হামিম সরকার নিরব
স্টাফ রিপোর্টার, চিলমারী, কুড়িগ্রাম।
মোবাইল: 01984297720