প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ৬:৩৮ এ.এম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবককে জুলাই ২৪ নামে জমি ও দোকানঘর উপহার

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সানাউল্লাহ (২০) নামে আহত যুবককে জুলাই ২৪ নামে জমি ও মালামাল সহ একটি দোকান ঘর উপহার দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যুবক সানাউল্লাহ (২০) কে এই দোকানঘর উপহার হিসেবে হস্তান্তর করেন।
সানাউল্লাহ জিয়ানগর উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে গত ০৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডান হাতে গুলিবিদ্ধ হয়ে ০২ দফায় অস্ত্রপাচার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়নি।
পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে জিয়ানগর উপজেলার চাড়াখালী আদর্শ গ্রামের সামনের সড়কের পাশে সানাউল্লার নামে একখন্ড জমি ও সেই জমিতে দোকানঘর তৈরি করে মালামাল তুলে দেন।
হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.