অন্যান্য

বোচাগঞ্জে অটো মিলের ছাই দূষিত পানী ও সড়ক নির্মানে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি 9 October 2024 , 3:45:33 প্রিন্ট সংস্করণ

মোঃ লতিফুল ইসলাম (ফুল),‎বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় অটো রাইস মিলের ছাই ও দূষিত পানী এবং সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কের নির্মান কাজের ধীরগতি, প্রতিবাদে উপজেলাবাসীর আয়োজনে বিশাল মানববন্ধন এর আয়োজন করেছে।গত মঙ্গলবার ৮ অক্টোবর সকাল ১১ সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মাইনুল ইসলাম বুলু, হাফেজ রেদওয়ানুল কারিম রাবিদ, মোঃ এম ওয়ালী ফ্লাড, মোঃ ইসফাকুর রহমান,মোঃ রশিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম নজু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সেতাবগঞ্জ- দিনাজপুর সড়ক নির্মান কাজের ধীরগতির কারনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে তাই অনতি বিলম্বে দ্রত সময়ে সড়ক নির্মানের কাজ শেষ করতে হবে। তারা আরো বলেন, উপজেলায় যত্রতত্র অটো রাইস মিল নির্মান করা হয়েছে,যার বিষাক্ত পানী ও ছাই বোচাগঞ্জবাসীকে অতিষ্ট করে তুলেছে। অটো মিলের বিষাক্ত পানী আশেপাশের খাল নালা ও ডোবায় ফেলার কারনে দেশীয় প্রজাতীর মাছ প্রায় বিলুপ্ত হয়ে পরেছে। প্রতিটি অটো রাইস মিলে পানী শোধানার(ইটিপি) ও ছাই প্রতিরোধক (ছাইক্লোন) নির্মানের জোর দাবী জানান। মানববন্ধন শেষে উপজলা নির্বাহী অফিসার (অঃদাঃ) সাইফুল হুদার নিকট স্মারক লিপি পেশ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ