বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের শুদ্দেকপুর চৌরাস্তা মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের বিরল-বোচাগঞ্জ নির্বাচনী এলাকার নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মো. তৈয়ব আলী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মুমিনুল ইসলাম ও আবু তালেব প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সানাউল্লাহ। সঞ্চালনায় ছিলেন বিভাগের সেক্রেটারি মো. আবু তাহের সিদ্দিক। সহযোগিতা করেন সাংগঠনিক সেক্রেটারি মিরাজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন থানা তারবিয়াত সেক্রেটারি আবদুল্লাহ আল লায়েল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলার দাওয়াহ ও বোচাগঞ্জ আদর্শ থানার শাখার সভাপতি আব্দুল মোহাইমিনুল ইসলাম।
সম্মেলনে ছাতইল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের নাম ঘোষণা করা হয়। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেন কেউ ভোট কারচুপি কিংবা অনিয়মের সুযোগ না নিতে পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।