অন্যান্য

বোচাগ‌ঞ্জে ফেরিওয়ালার লাশ উদ্ধার

  প্রতিনিধি 21 October 2024 , 2:11:12 প্রিন্ট সংস্করণ

লিখন বনিক শুভ,

বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপু‌র জেলার বোচাগ‌ঞ্জে আল আমিন (৪৫) না‌মে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকা‌লে উপজেলার হাট রামপুরের আদিবাসী পাড়ায় যাওয়ার ছোট রাস্তা থে‌কে এই লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আল আমিন বোচাগঞ্জ উপ‌জেলার হাটরামপুর গ্রা‌মের পাবনা পাড়ার মৃত আবু তাহে‌রের ছে‌লে।

প‌রিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে প‌রিবার ও পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

‌বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জা‌হিদ সরকার ব‌লেন, সকালে উপজেলা হাটরামপুর এলাকা থে‌কে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করার জন‌্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

আরও খবর

আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত: আইইডিসিআর

জয়পুরহাট জেলার কালাই উপজেলা মুন্সিপাড়ায় জমি জমা নিয়ে বিরোধের সংঘর্ষে আহত ৬

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

তথ্য চাওয়ায় অফিস থেকে সাংবাদিককে বের করে দিলেন খাদ্য নিয়ন্ত্রক

                   

জনপ্রিয় সংবাদ