প্রতিনিধি 21 October 2024 , 2:11:12 প্রিন্ট সংস্করণ
লিখন বনিক শুভ,
বোচাগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুর জেলার বোচাগঞ্জে আল আমিন (৪৫) নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার হাট রামপুরের আদিবাসী পাড়ায় যাওয়ার ছোট রাস্তা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আল আমিন বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর গ্রামের পাবনা পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, সকালে উপজেলা হাটরামপুর এলাকা থেকে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।