অন্যান্য

বোচাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি 27 October 2024 , 8:38:48 প্রিন্ট সংস্করণ

মোঃ লতিফুল ইসলাম (ফুল)

 ‎বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর জেলার বোচাগঞ্জে রবিবার যথাযথভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা যুবদল ও সেতাবগঞ্জ পৌর যুবদল। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন,সকাল ১১টায় বৃক্ষরোপন ও বেলা ২টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির মঙ্গলকামনায় বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ হয়। এসময় দিনাজপুর-২- বিরল বোচাগঞ্জ আসন এর বিএনপির মনোনয়ন প্রত্যাশি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নওশাদ আলী, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারিসুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাদেকুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক যথাক্রমে রায়হান রুবেল, মোঃ ওমর ফারুক, মোঃ রাজু আহমেদ, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলাম সবুজ সরকার, যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান, যুবদল নেতা মোঃ আসাদুল হক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর ও শান্তি পূর্ণভাবে সফল করায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সাদেকুর রহমান চৌধুরী সুমন ও সেতাবগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলাম সবুজ সরকার।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ