বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী র্দীঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে এলে বোচাগঞ্জ উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে তাকে নিয়ে গণসংর্বধনার আয়োজন করে সেতাবগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ। সোমবার ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় উক্ত সেতাবগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণসংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বখতিয়ার আহমেদ কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, যুগ্ন সম্পাদক আ ন ম বজলুর রশীদ। এছাড়াও বক্তব্য রাখেন এম ওয়ালী ফ্লাড, মোঃ সুমন, রিয়াদ হাসান চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেতাবগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাদরুল পারভেজ এর সঞ্চালনায় বক্তারা বলেন, ভোট চোর ও গণহত্যাকারী আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণ করে বিএনপির নেতাকর্মিদের নামে মিথ্যে মামলা হামলা ও গুম করেছে। দেশের মানুষ যখন ফেসিষ্ট আওয়ামী লীগের দুঃশাষন আর শোষনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে, তখন ক্ষমতা লোভি হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশব্যপী গণহত্যা চালিয়েছে। বক্তারা আরো বলেন, হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলার মাটিতে ফিরিয়ে এনে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও তারা দেশের টাকা চুরি করে বিদেশে গাড়ী বাড়ী বানিয়েছে। দেশ নিয়ে এখনও গভির যড়যন্ত্র চলছে তাই, জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।