মোঃ লতিফুল ইসলাম (ফুল),
দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা পুলিশ থানা ক্যাম্পাসের ভিতর থেকে ২১ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করেছে।
সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে বোচাগঞ্জ থানা ক্যাম্পাসের ভিতরে লোক চক্ষুর আড়ালে কে বা কাহারা সেভেন পয়েন্ট বাষট্রি চায়না গুলি ২১ রাউন্ড ও তিন রাউন্ড রাবার বুলেট রেখে যায়। বোচাগঞ্জ থানার পুলিশের নজরে এলে উক্ত বুলেট উদ্ধার করে তাদের নিজ হেফাজতে নিয়ে জিডি করা হয়। জিডি নং-৫৭০ তাং-১৬/০৯/২০২৪ ইং। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিম সাংবাদিকদের জানান, গত ৫ আগষ্ট বোচাগঞ্জ থানা থেকে অস্ত্র ও গোলাবরুদ লুট হয়। সেই লুটেরই বুলেটগুলো কে বা কাহারা থানা ক্যাম্পাসের ভিতরে রেখে গেছে বলে ধারনা করছি।