ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরদে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিবেশী রিয়াজ পিতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেন জাকির হোসেন(২৫)পিতা মোঃ রাজ্জাক।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ ইং বিকালে রিয়াজ (৩৫) গংরা জাকিরের জমিতে এসে জোর পূর্বক গাছ কেটে নিয়া যায়।
জাকির বলেন, আমি তখন দেখে বাধা প্রদান করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। আমি তখন গালি-গালাজ করতে নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হাতে লাঠিসোঠা ও দেশি অস্ত্র নিয়া অতর্কিত হামলা শুরু করে এবং জখম করে।আমার ডাক চিৎকার শুনে যাঁরা আসে তাদের কে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও জখম করে।
এ বিষয়ে জাকিরের বাবা রাজ্জাক জানান, তার সৎ ভাই রিয়াজ তাকে ঘর থেকে বাহির হতে দেয় না। সে আমার জমি জোর পূর্বক দখল করে আছে। আমরা কাগজ পত্র নিয়ে বসতে চাইলে সে বসে না।এমনকি কাগজ পত্র আমাদের দেখায় না। তাদের অত্যাচারে বাড়িতে থাকা দুষ্কর।
পার্শ্ববর্তী ইদ্রিস নামক যুবক জানান, রিয়াজ গংদের অত্যাচারে আমি বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় নতুন ঘর করতে বাদ্য হই। আমরা রিয়াজ সহ এর সাথে জড়িতদের বিচার চাই।
এ বিষয়ে বিরোধী পক্ষ রিয়াজ জানান, তাদের অভিযোগ মিথ্যা তারা আমাকে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আপনাদেরকে এরকম তথ্য দিয়েছে । তারাই উল্টো আমাদেরকে মারধর করে আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ করে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।