সর্বশেষ

ব্যবসায়িক সাফল্যে উজ্জ্বল এক তরুণ নাম শিল্পী হাসান খান:

  প্রতিনিধি 23 April 2025 , 2:53:16 প্রিন্ট সংস্করণ

 

আখতারুজ্জামান আসিফ: বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ কুমিল্লা। সেখানেই বেড়ে উঠা শিল্পী হাসান খান, অনেকগুনেগুণানিত্ব, প্রতিভা, পরিশ্রম আর ভালোবাসা—এই তিন শক্তিকে নিজের জীবনের চালিকাশক্তি করে গড়ে উঠেছেন এক অনন্য মানুষ, হাঁসান খান। পিতা: আলী আহাম্মদ, মাতা, পরিজা বেগম, শিল্পী হাসান খান, বাংলাদেশের েএকজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী, দেশের বাজারে যেমন সুনাম রয়েছে, দেশের বাহিরে তার তৈরী পোষাক ব্যাপক চাহিদাও রয়েছে। দেশকে দিয়েছেন লাখ লাখ টাকা রাজ্বস। ব্যবসায়িক সাফল্যে দেশের অর্থনীতিতে রেখেছেন দৃঢ় অবদান। হাঁসান খান হচ্ছেন এইচ এম গার্মেন্টস-এর প্রতিষ্ঠাতা ও মালিক, যেটি কুমিল্লা থেকে শুরু করে সারা দেশে খ্যাতি অর্জন করেছে। শিল্পী হাসান খান স্কুলের গন্ডে পেরিয়ে বর্তমানে কুমিল্লা ইভিনির্ভাসিটিতে অধ্যায়নরত আছেন।

 

উদ্যোক্তা হিসেবে এক অনন্য অনুপ্রেরণা:

সংগীতের পাশাপাশি হাঁসান খান প্রমাণ করেছেন, একজন শিল্পীও হতে পারেন সফল ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠা করেছেন “এইচ এম গার্মেন্টস”—যা কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং অনেক মানুষের জীবিকার উৎস। তাঁর দূরদর্শিতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি অল্প সময়েই গুণগত মান, পেশাদারিত্ব এবং বিশ্বস্ততার দিক দিয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

শুধু ব্যবসা নয়, হাঁসান খান বিশ্বাস করেন মানবিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একজন প্রকৃত উদ্যোক্তা হওয়া যায়। তাঁর প্রতিষ্ঠানে কর্মরত শত শত কর্মী বলেন, “স্যার শুধু বস না, উনি আমাদের পরিবারের মতো।”

 

সংগীতচর্চা যার আত্মার খোরাক:

শিল্পী হাঁসান খানের কণ্ঠে যেন মিশে আছে আকাশের উদারতা ও হৃদয়ের গভীরতা। তাঁর প্রতিটি গানে প্রকাশ পায় আত্মার কথা, জীবনের গল্প। তিনি গানের মাধ্যমে সমাজকে ছুঁয়ে যেতে চান—দুঃখে, ভালোবাসায়, সংগ্রামে, কিংবা আশায়। শ্রোতারা বলেন, “হাঁসান খানের গান শুনলে মন শান্ত হয়ে যায়—এটা কেবল গান না, যেন অন্তরের সঙ্গে একটা সংলাপ।”

তিনি নিয়মিত গান করেন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবং তাঁর গাওয়া গান কোটি হৃদয়ে জায়গা করে নিয়েছে। তরুণ প্রজন্ম তাঁর সৃষ্টিকে দেখে অনুপ্রাণিত হয়, শিখে—আসল সঙ্গীত মানেই আত্মার স্পর্শ।

 

একজন মানুষ, একাধিক পরিচয়:

সংগীতশিল্পী, উদ্যোক্তা, দানশীল হৃদয় ও সমাজসেবী—হাঁসান খান যেন এক জীবনে ধারণ করেছেন বহু পরিচয়ের সৌন্দর্য। তাঁর জীবনদর্শন হলো—“যতটা সম্ভব ভালো কিছু করা, সবার জন্য কিছু করে যাওয়া।”

তারুণ্য যাকে দেখে অনুপ্রেরণা নেয়, বিভিন্ন সময়ে অসহায় দুস্থদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বন্যাত্বদের পাশে থাকা, ঝড়ে পড়ে শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক প্রদান, ঘরবাড়ী নির্মানসহ মসজিদ, মাদ্রাসায় যতটুকু পান সাহায্যে এগিয়ে যান। সমাজ যাকে নিয়ে গর্ব করে—সেই নাম হাঁসান খান। কুমিল্লার এই রত্ন দেশের গর্ব হয়ে উঠছেন ধীরে ধীরে।

সমাপ্তি নয়, এক নতুন শুরুর গল্প:

হাঁসান খানের জীবন কেবল অর্জনের গল্প নয়, এটি একটি চলমান অনুপ্রেরণার গল্প—যা প্রতিটি স্বপ্নবাজ মানুষকে সাহস ও আশা জোগায়। সংগীত আর শিল্পের পথে তাঁর যাত্রা হোক আরও উজ্জ্বল, আরও বিস্তৃত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ