প্রতিনিধি 17 July 2025 , 9:59:13 প্রিন্ট সংস্করণ
খু_নি_কামরুল_ও_সহযোগীদের_ফাঁ*সির_দাবী
সৈয়দ মোঃ ইমরান হোসেন
রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী রাঙ্গামাটির কাউখালী থানার সুগারমিল আদর্শগ্রাম এলাকার পোল্ট্রি ব্যবসায়ী মো. মামুন মাঝির (৩৮) বস্তাবন্দী দ্বি*খন্ডিত লা*শ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ কর্মসূচী করেছেন এলাকাবাসী। বুধবার (১৬ জুলাই) সকালে আদর্শগ্রাম কলমপতি ৮ ও ৯নং ওয়ার্ডসহ কাউখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া হাজারো নারী-পুরুষ হত্যাকারী ঘা*তক কামরুল ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি “ফাঁ*সির” দাবি জানান। একই দাবী জানিয়ে প্ল্যাকার্ড হাতে কর্মসূচীতে অংশ নেন নিহত মামুনের বৃদ্ধ পিতা মো. আলী আহাম্মদ ও কোমলমতি সন্তান সিয়াম। শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি আদর্শগ্রাম থেকে শুরু হয়ে কাউখালী উপজেলা সদরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম তালুকদার, রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এম এ বাশার।
#উল্লেখ্য, ব্যবসায়ী মামুন গত ৭ জুলাই দুপুরে রাউজান যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হন এবং এরপর থেকে নি*খোঁজ থাকেন। পরদিন ৮ জুলাই নিখোঁজ মামুনের স্ত্রী সীমা আক্তার (২৫) কাউখালী থানায় একটি জিডি করেন। এরমধ্যে মামুনের ফোন নাম্বার থেকে স্ত্রীকে ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়৷ পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর জেলার ভবানিগঞ্জ থেকে মূল অভিযুক্ত আসামি কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাবুন্যাছড়া গ্রামের সেলিম সওদাগরের ছেলে মো. কামরুল হাসানকে (২৪) গ্রেফতার করে পুলিশ। একইসাথে তার স্ত্রী রিয়া আক্তার সাথী (১৯) এবং সহযোগী রাঙ্গুনিয়ার শিয়ালবুক্কা এলাকার নুরুল আলমের ছেলে আনোয়ার হোসেনকে (২১) গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, গত ৭ জুলাই সন্ধ্যা হতে রাত ১২টার মধ্যে তারা মো. মামুনকে নেশাজাতীয়/চেতনানাশক দ্রব্য খাইয়ে হ*ত্যা করেন। পরবর্তীতে মামুনের মরদেহ খ*ণ্ডিত করে রাঙ্গামাটির নাইল্যাছড়ি এলাকার মাঝের পাড়ার এক পাহাড়ি স্থানে মাটি চাপা দিয়ে গুম করে। ব্যবসায়ীক লেনদেনকে কেন্দ্র করে বিভিন্ন কি*লিং মুভি দেখেই এই ধরণের হ*ত্যাকান্ডের পরিকল্পনা করেছে বলে পুলিশকে জানিয়েছে কামরুল। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে কামরুল হাসান এবং রিয়া আক্তার সাথী আদালতে নিজেদের অপরাধ সংগঠনের স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।