এস, এম হামিম সরকার নিরব,(চিলমারী) কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে ১৪ বছর বয়সী লিটন মিয়া। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় লিটন। দুই ঘণ্টা পর স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।
লিটন মিয়া রমনা ব্যাপারীপাড়া এলাকার জেলে সুন্দর আলীর ছেলে। প্রতিদিনের মতো সোমবার রাত ৩টার দিকে তিনি বাবার সঙ্গে নৌকায় করে নদীতে মাছ ধরতে যান। মঙ্গলবার সকালে জাল টানার সময় দুর্ঘটনাটি ঘটে। জালের রশি পায়ে জড়িয়ে গেলে লিটন নৌকা থেকে পড়ে মাঝ নদীতে তলিয়ে যায়। মুহূর্তেই সে নিখোঁজ হয়ে পড়ে।
লিটনের বাবা সুন্দর আলীর চিৎকারে আশেপাশের জেলেরা ছুটে এসে খোঁজ শুরু করেন। অবশেষে দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য রোকনুজ্জামান স্বপন বলেন, “প্রতিদিনের মতো আজও পিতার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল লিটন। জাল টানতে গিয়ে পায়ে রশি জড়িয়ে পড়লে, সে নদীতে ডুবে যায়। প্রায় দুই ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নদীতে মাছ ধরার সময় নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে এই দুর্ঘটনা গভীর উদ্বেগ ও সচেতনতা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সহায়ক হতে পারে।