অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রশিক্ষণ অনুষ্ঠিত

  প্রতিনিধি 10 March 2025 , 10:45:33 প্রিন্ট সংস্করণ

 দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হলে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিরাচাল নিউটন দাস, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল আরএমও ডঃ কাজী সানজিদা হক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিরাচাল নিউটন দাস জানান, যারা ভবন তৈরি করবেন তারা অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুস্বরণ করে ভবন তৈরি করবেন। আমরা প্রত্যেকেই যার যার অবস্হান থেকে সর্তক ও সচেতন হলে যে কোন দুর্যোগ অনেকাংশে কমে আসবে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, “দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই আমাদের এই মহড়া। দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে যেন তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য। জনগন সচেতন হলে যে কোন দুর্যোগ থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায়। সাধারণ মানুষকে সচেতন করতেই এই মহড়া।

এতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিয়নের সদস্যরা অংশ গ্রহন করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ