অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত রক্তমাখা ছুরিসহ তিনজন গ্রেফতার

  প্রতিনিধি 22 June 2025 , 12:37:41 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় জলাশয় থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে বিজয়নগর থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধার দগরিসারএলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তৌহিদুল ইসলাম (৩১), সামির খান (২৫), সিয়াম (১৬)।
জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালায় পুলিশ পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। অজ্ঞাত মরদেহ পরিচয় মজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন বর্তমানে সে আশুগঞ্জে বসবাস করতো। পেশায় একজন সিএনজি চালক। পুলিশ আরো জানান, নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে তিন জনকে শনিবার (২১ জুন) ভোর রাতে তাদের বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ