
মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ইউএনও। ঘটনাটি ঘটে মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায়।
ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে পৃথক দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সীমানা নির্ধারণ করা হয়েছে। তবুও অভিযোগ ওঠে, আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি স্থাপনার এক কিলোমিটারের ভেতরে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভৈরবের ইজারাদাররা আশুগঞ্জ অংশে বালু তুলছিলেন। এসময় পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত দুজনকে একবছর করে কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও জানান, ভ্রাম্যমাণ আদালত শেষে ফেরার পথে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকের নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী স্পিডবোট নিয়ে এসে তার ড্রেজারটিকে ঘিরে ধরে অপহরণের চেষ্টা চালায়। তারা ইউএনওর ব্যবহৃত ড্রেজারটি টেনে নেওয়ার চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও দ্রুত ড্রেজারের সঙ্গে থাকা একটি স্পিডবোটে উঠে নিরাপদে আশুগঞ্জে ফিরে আসেন। এসময় জব্দকৃত একটি ড্রেজার ও দুটি ব্যাগ সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ইউএনও আশুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোঃ মোস্তফা রেজা বলেন, “ইউএনও সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগটি আমরা গ্রহণ করেছি, মামলার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনার পর আশুগঞ্জ-ভৈরব এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ প্রশাসনের এমন ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তাকে দিনের আলোতে অপহরণের চেষ্টা শুধু প্রশাসনের জন্যই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি।