অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় কসবাতে একটি অসহায় পরিবারের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ 

  প্রতিনিধি 4 September 2025 , 1:18:12 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের পাতাইসার গ্রামে আদালতে চলমান মামলার জেরে দীর্ঘদিন ধরে অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছেন অসহায় সুহেদা বেগমে ও তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একই গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আশেক মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী সুহেদা বেগমের বাড়িঘর ভাঙচুর করে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্রের ক্ষতি করেছে বলে জানা যায়। এ সময় পরিবারের চারজন সদস্যকে মারধর করে গুরুতর আহত করে তারা।
ভুক্তভোগী সুহেদা বেগম জানায়, তিনি ও তার পরিবার দরিদ্র ও অসহায় হওয়ায় আশেক মিয়া ও তার সহযোগীরা নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে। বাড়িঘর ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বিভিন্ন জেলায় ভুয়া মামলা দিয়ে হয়রানি করার কথাও জানিয়েছেন সুহেদা বেগম।
এ ঘটনায় তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং গণমাধ্যম কর্মীদের সম্মুখে সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ