দেলোয়ার হোসাইন মাহদী
পেট থেকে ১৫ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা।
ফাতেমা জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নস্থ বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে শহরের কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী।
চিকিৎসকরা অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করেন। এর আগে হঠাৎ করে শরীরে অসহনীয় যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করলে এক সপ্তাহ আগে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হলে
অস্ত্রোপচার করেন উক্ত হাসপাতালের গাইনী চিকিৎসক শরিফা মাসুমা ইসমত, জাকিয়া সুলতানা রুনা, সার্জারি বিশেষজ্ঞ ডা. আজহারুর রহমান তুহিন এবং এনেস্থিসিয়া ডা. সৈয়দ আরিফুল ইসলাম ও ডা. খোকন দেবনাথ। তারা সফলভাবে অস্ত্রোপচারের পর ফাতেমার পেট থেকে ১৫ কেজি ওজনের টিউমারটি অপসারণ করেন।
সফলভাবে অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত বলেন, ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময়মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে টিউমারটি অপসারণ করা হয়েছে। সে এখন সুস্থ রয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর আলম বলেন, আমাদের হাসপাতালের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফাতেমার মতো রোগীদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। আমাদের সার্জনরা সর্বোচ্চ চেষ্টা করে সফল হয়েছেন। এমন কঠিন অস্ত্রোপচারে টিমওয়ার্কই সবচেয়ে বড় শক্তি।