অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি’র ১৬ কেজি গাঁজা উদ্ধার

  প্রতিনিধি 23 August 2025 , 6:03:57 প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কার্যালয়ের মিডিয়া শনিবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা ডিবি পুলিশ কর্তৃক সাড়ে ষোল কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কাউতলী ব্রীজ সংলগ্ন সিলেট-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ৪/৫ জন অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের সাদা ব্যাগের ভিতর হতে ১৬ (ষোল) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীগন কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ