সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২৫

  প্রতিনিধি 6 April 2025 , 10:26:34 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় নারী, শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিন লাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ ব্যপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, সিলেট থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ