প্রতিনিধি 10 July 2025 , 2:40:56 প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তৈরি করা জুস বিক্রির দায়ে দুইটি জুস দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘নাফিস জুস’ ও ‘রকমারী জুস হাউস’ নামক দোকান দুটি অপরিচ্ছন্ন দই, বরফসহ অন্যান্য উপকরণ ব্যবহার করে জুস প্রস্তুত করছিল। এছাড়া, প্রস্তুতকৃত জুস যথাযথ স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ না করায় প্রতিষ্ঠান দুটি ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলছিল।
এসব অপরাধের প্রেক্ষিতে নাফিস জুস হাউসকে ১২ হাজার এবং রকমারী জুস হাউসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মতভাবে জুস উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।