সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাত্রা নিয়ে উপহাস করায় হামলা,নিহত-০১

  প্রতিনিধি 14 April 2025 , 4:38:28 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী:

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

সদর উপজেলার বুধল ইউনিয়নস্থ খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ঐ গ্রামের সানু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, জামাল মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। সম্প্রতি জামালের চাচাতো ভাই বাবুলের ছেলেও বিদেশ যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় বাবুল তার চাচাতো ভাই জামালের সঙ্গে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হলে এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ