ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪৩ বোতল বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ৪০ কেজি গাঁজা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি মদসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের। এর আগে ২৪ আগষ্ট (রোববার) রাতে উপজেলার তারাপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারাপুর এলাকার লুৎফর রহমানের মালিকানাধীন দু'চালা টিনের ঘরের ভাড়াটিয়া আলমগীরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩টি প্লাস্টিক বস্তায় মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে- Signature Premier Whisky- ২০ বোতল, Royal Stag- ১১ বোতল, Blenders Pride Exclusive Premium Whisky- ১১ বোতল। অভিযানকালে আলমগীরের স্ত্রী রোকসানা আক্তার (২৫) কে আটক করে পুলিশ। তিনি কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাপুর এলাকার বাসিন্দা। অপরদিকে সোমবার (২৫ আগষ্ট) ভোরে উপজেলার কায়েমপুর এলাকায় এস আই ফারুক হোসেন অভিযান চালানোর সময় মো. জলিল ও মো. আক্কাস নামে দুই মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের ভোরের আকাশকে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।