অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারী ও সবজি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি 26 August 2025 , 12:49:28 প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক কাঁচা বাজার এবং বেকারিতে অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে সদর উপজেলার কাউতলি বাজারে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দেখা যায়, প্রিন্স বেকারি কাউতলী শাখায় খবরের কাগজে কেক প্রস্তুত করে বিক্রয় করা হচ্ছে। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ এনার্জি ড্রিংস ‘রেডবুল’ বিক্রয় করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাসি মিষ্টি বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়। তাছাড়া প্রস্তুতকৃত মিষ্টিতে উৎপাদন মেয়াদ ইত্যাদি ছিল না। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে কাউতলি বাজারে ৩টি সবজি বিক্রয় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৭,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে সর্বমোট ২৭,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি বিপণন অফিস সহযোগীতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকার কথা বলা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ