অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

  প্রতিনিধি 20 July 2025 , 12:44:53 প্রিন্ট সংস্করণ

মাহমুদুল হাসান চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার রাতে জেলা উন্নয়ন পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুল আলম বাবু, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি আবুল হাসনাত অপু, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এম.এ. মুছা, প্রকাশনা সম্পাদক আলী হায়দার ভূঁইয়া তুষার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আসিফুর রহমান রোজেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছাম্মৎ হারিছা খাতুন প্রমুখ।
শোকসভায় বক্তারা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে একজন জাতীয় বীর আখ্যায়িত করে তার বিদেহী আত্মার শহীদী মর্যাদা ও জান্নাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকায় ১৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাতপূর্ণ পরিবেশে “পানি লাগবে পানি” বলে সহায়তার উদ্দেশ্যে স্বেচ্ছায় এগিয়ে যাওয়া অবস্থায় পুলিশের গুলিতে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার মীর মোস্তাফিজুর রহমান বাবুলের ছেলে। মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদেও স্থায়ী কমিটির সদস্য।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ