ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন।
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যদিয়ে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিকল্প উপায়ে আপলাইনে ট্রেন চলাচল করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকির জাহান ভোরের আকাশকে জানান, সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে রাত পৌনে ৮টার দিকে ডাউন লাইন থেকে দুর্ঘটনা কবলিত বগিটি অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে ছিল।
দুর্ঘটনাস্থলে থাকা আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান, দুর্ঘটনা কবলিত বগিটি আখাউড়া নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।