অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: আহত ৪০

  প্রতিনিধি 4 September 2025 , 4:05:06 প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শরীরে ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষে চলে। স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল হাসপাতাল মোড় এলাকায় উচালিয়া পাড়া গ্রামের মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সৈয়দটুলা গ্রামের মুজাহিদের শরীরে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করে। এর জের ধরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৪০ জন। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সংঘর্ষের চিত্র মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সামান্য বিষয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়রা প্রায়ই মারামারিতে লিপ্ত হয়ে বড় রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। সচেতন মহল বিষয়টিকে সামজিক অবক্ষয় বলে মনে করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ