অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায়-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুল হুদা বিপ্লবের মতবিনিময় সভা

  প্রতিনিধি 7 August 2025 , 3:22:47 প্রিন্ট সংস্করণ

মোঃ কাউছার আহমেদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতা। ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপেরও অন্যতম নেতা ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল তাকে। পিতার এই আদর্শকে ধারণ করেই তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা, যোগাযোগ ও জ্বালানী খাতে বিভিন্নভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় তিনিও এ জেলার মানুষের কল্যানে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিবেন। তিনি আরো বলেন, রাজনীতি আমার পেশা নয়, এটি আমার নেশা। এলাকার লোকজনের দুঃখ-দুর্দশা লাঘব ও তাদের জীবন মান উন্নয়নের অভিপ্রায় নিয়েই নির্বাচনে অংশগ্রহনের ইচ্ছা করেছি। তিনি বলেন, এলাকায় আইনের সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনের নিরপেক্ষতা ও প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করে যাব। বিশেষ করে দুর্নীতি ও চাঁদাবাজরা যাতে এলাকায় প্রশ্রয় না পায় সেজন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পাশাপাশি আশুগঞ্জ নদীবন্দরসহ কৃষিজমি ও হাওর এলাকার অর্থনীতি ঠিক রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করবেন বলে জানান। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া অংশে দুর্ঘটনা প্রবণ এলাকা। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষনিক চিকিৎসায় বিশ্বরোড মোড়ে একটি ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা করবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, প্রচার সম্পাদক মোঃ মাহিন, অ্যাডভোকেট সামসুজ্জামান কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ড্যাব নেতা আক্তার হোসেন, সরাইল বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ