ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে ওসির করা মিথ্যা মামলা তুলে নিতে মানববন্ধন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন ও দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বির বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরের সামনে কসবার সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে ৩ দফা দাবি জানানো হয়; দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ এবং অন্যান্যরা।
বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজ হলো অন্যায়, অনিয়ম ও দুর্নীতিকে জনসম্মুখে তুলে ধরা। কোনো সংবাদ নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রেস কাউন্সিলের মাধ্যমে অভিযোগ করতে পারতেন। কিন্তু পুলিশ কর্তৃক মামলা দায়ের করা ও তদন্ত ছাড়াই এফআইআর গ্রহণ করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত, যা সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিগত সময়ে সাংবাদিকদের উপর নানা আইনি বাধা চাপিয়ে রাখা হয়েছিল। যদি একই ধারা চলতে থাকে, তবে প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হবে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে। তাই তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভিতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আব্দুস সাত্তার বাদী হয়ে সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। বিষয়টি সাংবাদিক, সুশীল সমাজসহ ব্রাহ্মণবাড়িয়ার সচেতন মহলে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।