প্রতিনিধি 3 June 2025 , 5:41:13 প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকা থেকে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। অভিযানে ১৪০ পিস ভারতীয় সানস্ক্রিন ক্রিম, ৬ হাজার পিস আইভি ক্যানুলা এবং ৪৬ বাক্স বিভিন্ন প্রকার আগরবাতি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “অভিযানে কোনো চোরাচালানকারীকে আটক করা না গেলেও পণ্যগুলো উদ্ধার করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। জব্দকৃত পণ্য আখাউড়া স্থল শুল্ক স্টেশনে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
চোরাচালানের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।