অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজা উদ্ধার: যুবক গ্রেপ্তার

  প্রতিনিধি 31 August 2025 , 6:06:15 প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে পুলিশ ৫২ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস জব্দ এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শনিবার (৩০ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২.৪০ মিনিটের দিকে জেলার বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পৌরসভাস্থ দূর্গারামপুর ব্রীজের উপর ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজতে থাকা ২০ কেজি গাঁজা ও ১টি সাদা কালার মাইক্রোবাস উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশ প্রাথমিক জিঙ্গাসাবাদে জানতে পারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম সাইফুল ইসলাম (২১), পিতা- নসু মিয়া, গ্রাম- বক্তার মুড়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। অপরদিকে জেলার কসবা থানা পুলিশ কর্তৃক ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কসবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন কসবা থানাধীন ১০নং বায়েক ইউপিস্থ কৈখলা পশ্চিমপাড়া এলাকায় পলাতক আসামীর বসত বাড়ি হতে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেন। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ