প্রতিনিধি 27 October 2024 , 8:31:28 প্রিন্ট সংস্করণ
জেলা প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়া |
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিকিৎসক নেতা ডা. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।
২৭/১০/২৪ ইং রোজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার করেন র্যাব-৯ এর সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডা. আবু সাঈদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি।
পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন।
তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ৪ই আগস্ট সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখা হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালতে অস্থায়ী জামিনে ছিলেন।