অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার

  প্রতিনিধি 27 October 2024 , 8:31:28 প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি |

ব্রাহ্মণবাড়িয়া |

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিকিৎসক নেতা ডা. আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে।

২৭/১০/২৪ ইং রোজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব-৯ এর সদস্যরা।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডা. আবু সাঈদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি।

পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন।

তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ৪ই আগস্ট সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় তাকে গ্রেফতার দেখা হয়েছে। অন্য মামলায় তিনি উচ্চ আদালতে অস্থায়ী জামিনে ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ